Directly Download বিরহের প্রকৃতি নিয়ে কষ্টের বাংলা সফলতার হাসির কিছু উক্তি

Sadia islam
0

বিরহের উক্তি, প্রকৃতি নিয়ে উক্তি, হাসির উক্তি, কষ্টের উক্তি , কিছু কষ্টের উক্তি, বাংলা উক্তি, সফলতার উক্তি

বিরহের উক্তি, প্রকৃতি নিয়ে উক্তি, হাসির উক্তি, কষ্টের উক্তি , কিছু কষ্টের উক্তি, বাংলা উক্তি, সফলতার উক্তি,
আমাদের এই সাইটে বাংলা ইমেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা যে যে বিরহের উক্তি প্রকৃতি নিয়ে উক্তি হাসির উক্তি কষ্টের উক্তি পেতে চান তাদের জন্য বাংলা ইমেজ নিয়ে আসলো সকল ধরনের তথ্য সুবিধা এক্ষেত্রে আপনারা যে যা চাচ্ছেন তা এখান থেকে পেয়ে যাবেন |

বিরহের উক্তি

বিরহের উক্তি বিরহের উক্তি বিরহের উক্তি সম্পর্কে নানা ধরনের তথ্য আছে বাংলা ইমেজে পেয়ে যাবেন উপকারে  আসবে |

সময় বদলে যায় জীবনের সঙ্গে

জীবন বদলে যায় সম্পর্কের সাথে

সময় বদলায় না আপনজনের সঙ্গে

শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে।

একটা বিশ্বাস চেয়েছিলাম,☺️

কিন্তু পেলাম বুকভরা দীর্ঘশ্বাস!

অন্ধ ভালবাসার গন্ধ বেশি

    নকল ভালবাসার সুবাস বেশি

       সত্য প্রেমে রাগারাগি

   নকল প্রেমে হাসাহাসি

বুঝবে যেদিন খুজবে তাকে

    অবহেলা হারালে যাকে |

আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়

প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়

আর আমি তো অমানুষ!

প্রকৃতি নিয়ে উক্তি

প্রকৃতি নিয়ে উক্তি প্রকৃতি নিয়ে উক্তি প্রকৃতি নিয়ে উক্তি এখানে প্রকৃতি সম্পর্কে নানা ধরনের তথ্য আছে যে আপনাদের প্রয়োজন তা এখান থেকে নিয়ে নিতে পারেন প্রকৃতির সৌন্দর্য যে কোন কিছু দিয়ে বন্যা করলে তার তুলনা হবে না তারপরেও এখানে অনেক কিছু আছে যা আপনার সার্চ করে পেয়ে যাবেন |

বড় দীর্ঘতম বৃক্ষে ব’সে আছো, দেবতা আমার ।

শিকড়ে, বিহ্বল প্রান্তে, কান পেতে আছি নিশিদিন

সম্ভ্রমের মূল কোথা এ-মাটির নিথর বিস্তারে ;

সেইখানে শুয়ে আছি মনে পড়ে, তার মনে পড়ে ?

যেখানে শুইয়ে গেলে ধীরে-ধীরে কত দূরে আজ !

স্মারক বাগানখনি গাছ হ’য়ে আমার ভিতরে

শুধু স্বপ্ন দীর্ঘকায়, তার ফুল-পাতা-ফল-শাখা

তোমাদের খোঁড়া-বাসা শূন্য ক’রে পলাতক হলো ।

আপনারে খুঁজি আর খুঁজি তারে সঞ্চারে আমার

পুরানো স্পর্শের মগ্ন কোথা আছো ? বুঝি ভুলে গেলে ।

নীলিমা ঔদাস্যে মনে পড়ে নাকো গোষ্ঠের সংকেত ;

দেবতা সুদূর বৃক্ষে, পাবো প্রেম কান পেতে রেখে ।

হাসির উক্তি

হাসির উক্তি হাসির উক্তি বাংলা ইমেজে হাসির উক্তি নিয়ে নানান ধরনের তথ্য পাবেন কেননা হাসতে কেনা ভালোবাসে হাসির জন্য জীবনের সবকিছু এ হাসি আমাদেরকে সর্বদা সচল থাকতে শেখায় |

এক মেয়ের কাছে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসল।

মেয়ে : হ্যালাে.

ছেলে : তােমার কি কোন বয়ফ্রেন্ড আছে??

মেয়ে : হ্যাঁ আছে কিন্তু আপনি কে??

ছেলে : আমি তাের ভাই, দাঁড়া আজকে বাড়িতে আসি তাের খবর আছে!!

কিছুক্ষণ পর মেয়েটির নিকট আবার অপরিচিত নাম্বার থেকে আরেকটি

কল আসল-

মেয়ে : হ্যালাে!

ছেলে : তােমার কি কোন বয়ফ্রেন্ড আছে??

মেয়ে : না।

ছেলে : তাহলে আমি কে??

মেয়ে: স্যরি স্যরি জান! আমি মনে করেছি এটা আমার ভাই।

ছেলে : আমি তাের ভাই-ই, আজ তাের একদিন কি আমার একদিন!!

প্রিয় স্বরস্বতী ,

বিদ্যা দেবী স্বরস্বতী 

লিখছি তোমায় চিঠি । 

hs তো এসে গেল 

কয়েকটা দিন আর বাকি । 

star টা আমায় পাইয়ে দাও 

দেবনা আর ফাঁকি । 

পূজবো তোমায় ভালো করে 

এবার তবে রাখি ।

আপনার হাসির কারণে আপনার জীবন আরো সুন্দর হয়ে উঠে ।” 

– থিচ নাট হান

কিছু কষ্টের উক্তি

কিছু কষ্টের উক্তি কিছু কষ্টের উক্তি‌ নানা ধরনের বাংলা ইমেজ কিছু কষ্টের উক্তি সম্পর্কে আলোচিত আছে এখান থেকে আপনারা সহজে পাবেন সার্চ করলে আশা করছি আপনাদের কাজে আসবেকষ্টের উক্তি কষ্টের উক্তি সম্পর্কে বাংলায় ইমেজে নানা ধরনের তথ্য প্রকাশ করা হলো এর মাধ্যমে আপনাদের অনেক কষ্টের উক্তি বের করতে পারবেন এখানে সার্চ করে সহজেই |

বিয়ে করতে চাই বাট,

ফ্যামিলির কেউ মুখ ফুটে একবারওবলে না |

সরকারি চাকরি নিতে গেছিলাম, 

চা খাওয়ার জন্য 7 লক্ষ চাইছে..... 

ভাগ্য ভালো যে বিরিয়ানি খাইতে চায় নাই।

আমার স্বপ্ন আজ আমার আর্তনাদের মূল কারণ,

 আজ আমি কাঁদছি তবে অতীতকে নিয়ে ভাবছি না।

আমি তোমার নিরাময় ছিলাম

আর তুমি আমার রোগ হয়েছ।

আমি তোমাকে বাঁচিয়ে ছিলাম

তুমি আমাকে হত্যা করেছো।

বাংলা উক্তি

বাংলা উক্তি বাংলা উক্তি বাংলা ইমেজে আপনারা সাধারোনত বাংলা উক্তি গুলো পেয়ে যাবেন কেননা বাংলা সবচেয়ে থেকে জনপ্রিয় বাসা বাংলাদেশের মধ্যে বাঙালি আমরা যারা বাঙালি ভাষায় কথা বলি সে ক্ষেত্রে বাংলার উক্তি গুলো অনেক জনপ্রিয় এখান থেকে নিয়ে নিতে পারেন |

নদীপথে

- রবীন্দ্রনাথ ঠাকুর

গগন ঢাকা ঘন মেঘে,

পবন বহে খর বেগে।

      অশনি ঝনঝন

      ধ্বনিছে ঘন ঘন,

নদীতে ঢেউ উঠে জেগে।

পবন বহে খর বেগে।

তীরেতে তরুরাজি দোলে

আকুল মর্মর-রোলে।

      চিকুর চিকিমিকে

      চকিয়া দিকে দিকে

তিমির চিরি যায় চলে।

তীরেতে তরুরাজি দোলে।

ঝরিছে বাদলের ধারা

বিরাম-বিশ্রামহারা।

      বারেক থেমে আসে,

      দ্বিগুণ উচ্ছ্বাসে

আবার পাগলের পারা

ঝরিছে বাদলের ধারা।

মেঘেতে পথরেখা লীন,

প্রহর তাই গতিহীন।

      গগন-পানে চাই,

      জানিতে নাহি পাই

গেছে কি নাহি গেছে দিন;

প্রহর তাই গতিহীন।

তীরেতে বাঁধিয়াছি তরী,

রয়েছি সারা দিন ধরি।

      এখনো পথ নাকি

      অনেক আছে বাকি,

আসিছে ঘোর বিভাবরী।

তীরেতে বাঁধিয়াছি তরী।

বসিয়া তরণীর কোণে

একেলা ভাবি মনে মনে--

      মেঝেতে শেজ পাতি

      সে আজি জাগে রাতি,

নিদ্রা নাহি দুনয়নে।

বসিয়া ভাবি মনে মনে।

মেঘের ডাক শুনে কাঁপে,

হৃদয় দুই হাতে চাপে।

      আকাশ-পানে চায়,

      ভরসা নাহি পায়,

তরাসে সারা নিশি যাপে,

মেঘের ডাক শুনে কাঁপে।

কভু বা বায়ুবেগভরে

দুয়ার ঝনঝনি পড়ে।

      প্রদীপ নিবে আসে,

      ছায়াটি কাঁপে ত্রাসে,

নয়নে আঁখিজল ঝরে,

বক্ষ কাঁপে থরথরে।

চকিত আঁখি দুটি তার

মনে আসিছে বার বার।

     বাহিরে মহা ঝড়,

     বজ্র কড়মড়,

আকাশ করে হাহাকার।

মনে পড়িছে আঁখি তার।

গগন ঢাকা ঘন মেঘে,

পবন বহে খর বেগে।

     অশনি ঝনঝন

     ধ্বনিছে ঘন ঘন,

নদীতে ঢেউ উঠে জেগে।

পবন বহে আজি বেগে।

সফলতার উক্তি

সফলতার উক্তি সফলতার উক্তি বাংলা ইমেজে সফলতার উক্তি নিয়ে আছে কেননা সফলতা উক্তি যদি না দেখেন তাহলে তো সফল হতে পারবেন না সফল সম্পর্কে ধারণা রাখতে পারবেন না তাই তার সম্পর্কে নানান ধরনের পাস করা হয়েছে আপনারা চাইলে সার্চ করে দেখে নিতে পারেন আপনাদের যার যেটা প্রয়োজন |

গগনে গরজে মেঘ, ঘন বরষা।

     কূলে একা বসে আছি, নাহি ভরসা।

            রাশি রাশি ভারা ভারা

            ধান কাটা হল সারা,

            ভরা নদী ক্ষুরধারা

                    খরপরশা।

     কাটিতে কাটিতে ধান এল বরষা।

     একখানি ছোটো খেত, আমি একেলা,

     চারি দিকে বাঁকা জল করিছে খেলা।

            পরপারে দেখি আঁকা

            তরুছায়ামসীমাখা

            গ্রামখানি মেঘে ঢাকা

                    প্রভাতবেলা--

     এ পারেতে ছোটো খেত, আমি একেলা।

     গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,

     দেখে যেন মনে হয় চিনি উহারে।

            ভরা-পালে চলে যায়,

            কোনো দিকে নাহি চায়,

            ঢেউগুলি নিরুপায়

                    ভাঙে দু-ধারে--

     দেখে যেন মনে হয় চিনি উহারে।

ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে,

     বারেক ভিড়াও তরী কূলেতে এসে।

            যেয়ো যেথা যেতে চাও,

            যারে খুশি তারে দাও,

            শুধু তুমি নিয়ে যাও

                    ক্ষণিক হেসে

     আমার সোনার ধান কূলেতে এসে।

     যত চাও তত লও তরণী-'পরে।

     আর আছে?-- আর নাই, দিয়েছি ভরে।

            এতকাল নদীকূলে

            যাহা লয়ে ছিনু ভুলে

            সকলি দিলাম তুলে

                    থরে বিথরে--

     এখন আমারে লহ করুণা করে।

     ঠাঁই নাই, ঠাঁই নাই-- ছোটো সে তরী

     আমারি সোনার ধানে গিয়েছে ভরি।

            শ্রাবণগগন ঘিরে

            ঘন মেঘ ঘুরে ফিরে,

            শূন্য নদীর তীরে

                    রহিনু পড়ি--

     যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।

অনেকটা পথ হেঁটে এসেও হয়নি হাঁটা তোমার পাশে

জানালাটায় মাথা রেখে ঘুমিয়ে পড়ি গল্প শেষে

তবুও কারো প্রশ্নের জবাবে ঠোঁটের কোণে

নিষ্প্রাণ হাসি ঝুলিয়ে বলি, এই বেশ ভালো আছি |

Tag: বিরহের উক্তি, প্রকৃতি নিয়ে উক্তি, হাসির উক্তি, কষ্টের উক্তি , কিছু কষ্টের উক্তি, বাংলা উক্তি, সফলতার উক্তি

Post a Comment

0Comments

Post a Comment (0)