information of চুল নিয়ে স্ট্যাটাস | Status about hair

Sadia islam
0
চুল নিয়ে স্ট্যাটাস, চুল নিয়ে কবিতা, চুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস, চুল নিয়ে উক্তি

চুল নিয়ে স্ট্যাটাস, চুল নিয়ে কবিতা, চুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস, চুল নিয়ে উক্তি,আমাদের এই সাইটে বাংলা ইমেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা যে যে চুল নিয়ে স্ট্যাটাস, চুল নিয়ে কবিতা, চুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস, চুল নিয়ে উক্তি পেতে চান তাদের জন্য বাংলা ইমেজ নিয়ে আসলো সকল ধরনের তথ্য সুবিধা এক্ষেত্রে আপনারা যে যা চাচ্ছেন তা এখান থেকে পেয়ে যাবেন |

চুল ফুটিতে হ’লো বসন্তের অন্তিম নিশ্বাসে, 

বিষণ্ণ যখন বিশ্ব নির্মম গ্রীষ্মের পদানত 

রুদ্র তপস্যার বনে আধ ত্রাসে আধেক উল্লাসে, 

একাকী আসিতে হ’লো সাহসিকা অপ্সরার মতো। 

বনানী শোষণ-ক্লিষ্ট মর্মরি’ উঠিল এক বার, 

বারেক বিমর্ষ কুঞ্জে শোনা গেল ক্লান্ত কুহু স্বর 

জন্ম-যবনিকা-প্রান্তে মেলি’ নব নেত্র সুকুমার 

দেখিলাম জলস্থল, - শুন্য, শুষ্ক, বিহ্বল, জর্জর। 

তবু এনু বাহিরিয়া,- বিশ্বাসের বৃন্তে বেপমান, – 

চম্পা আমি, -খর তাপে আমি কভু ঝরিবো না মরি, 

উগ্র মদ্য-সম রৌদ্র - যার তেজে বিশ্ব মুহ্যমান, – 

বিধাতার আশির্বাদে আমি তা সহজে পান করি। 

ধীরে এনু বাহিরিয়া, ঊষার আতপ্ত কর ধরি’ 

মূর্ছে দেহ, মোহে মন,- মুহুর্মুহু করি অনুভব! 

সূর্যের বিভূতি তবু লাবণ্যে দিতেছ তনু ভরি’ 

দিনদেবে নমস্কার! আমি চম্পা! সূর্যের সৌরভ

চুল নিয়ে স্ট্যাটাস

চুল নিয়ে স্ট্যাটাস চুল নিয়ে স্ট্যাটাস চুল  নিয়ে স্ট্যাটাস আমাদের সবাই প্রায় অনেক ভালোবাসি চুল তাই অনেক ধরনের স্ট্যাটাস রয়েছে এই বাংলায় ইমেজে আপনারা এই পেইজে পেয়ে যাবেন |

চুল , দুল্ ল ঊষার ফুল-দোলা ! 

আন্ কো আলোয় যায় দেখা ওই পদ্মকলির হাই-তোলা ! 

জাগলো সাড়া নিদ্ মহলে, অ-থই নিথর পাথার-জলে– 

আলপনা দ্যায় আল্ তো বাতাস,ভোরাই সুরে মন ভোলা ! 

ধানের ক্ষেতের সব্ জে কে আজ সোহাগ দিয়ে ছুপিয়েছে ! 

সেই সোহাগের একটু পরাগ টোপর-পানায় টুপিয়েছে ! 

আলোর মাঠের কোল ভরেছে, অপরাজিতার রং ধরেছে– 

নীল-কাজলের কাজল-লতা আস্ মানে চোখ ডুবিয়ে যে | 

কল্পনা আজ চলছে উড়ে হাল্ কা হাওয়ায় খেল্ খেলে ! 

পাপ্ ড়ি-ওজন পান্ সি কাদের সেই হাওয়াতেই পালপেলে ! 

মোতিয়া মেঘের চামর পিঁজে পায়রা ফেরে আলোয় ভিজে 

পদ্মফুলের অঞ্জলি যে আকাশ-গাঙে যায় ঢেলে ! 

পূব্ গগনে থির নীলিমা ভুলিয়েছে মন ভুলিয়েছে ! 

পশ্চিমে মেঘ মেলছে জটা–সিংহ কেশর ফুলিয়েছে ! 

হাঁস চলেছে আকাশ-পথে, হাস্ ছে কারা পুষ্প-রথে,– 

রামধনু-রং আঁচলা তাদের আলো-পাথার দুলিয়েছে ! 

শিশির-কণায় মানিক ঘনায়, দূর্বাদলে দীপ জ্বলে ! 

শীতল শিথিল শিউলী-বোটায় সুপ্ত শিশুর ঘুম টলে | 

আলোর জোয়ার উঠছে বেড়ে গন্ধ-ফুলের স্বপন কেড়ে, 

বন্ধ চোখের আগল ঠেলে রঙের ঝিলিক্ ঝল্ মলে ! 

নীলের বিথার নীলার পাথার দরাজ এ যে দিল্ খোলা ! 

আজ কি উচিত ডঙ্কা দিয়ে ঝাণ্ডা নিয়ে ঝড় তোলা ? 

ফির্ ছে ফিঙে দুলিয়ে ফিতে; বোল ধরেছে বুল্ বুলিতে ! 

গুঞ্জনে আর কূজন-গীতে হর্ষে ভূবন হর্ বোলা

চুল নিয়ে কবিতা

চুল নিয়ে কবিতা চুল নিয়ে কবিতা চুল নিয়ে কবিতা নানা ধরনের কবিতা রয়েছে আপনারা অনেকে খুঁজে থাকেন বা সার্চ করে থাকেন তাই খুজতেছেন চুল নিয়ে নানা ধরনের কবিতা বাংলা ইমেজের পেজে আপনারা পেয়ে যাবেন |

চুল যা বর্জন করে, লোকে বলে, সেই আবর্জনা, 

তাই শিরোধার্য হল? তাই হল তব উপার্জন? 

বিদেশীর দরজায় পেয়ে উঞ্ছ উচ্ছিষ্টের কণা 

থেমে গেল অরস্মাৎ তুন্ড-পুটে সিংহের গর্জন! 

স্বদেশ একোদা যারে দিয়েছিল ফুলের মুকুট, 

একি হায় সেই তুমি? মর্যাদায় রাজার অধিক- 

ছিল যেই? এ কি ভিক্ষাবৃত্তি আজ? এ কি ঝুটমুট- 

ঝুটা সম্মানের লাগি সম্মানীর লাঞ্ছনা, হা ধিক! 

চুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস

চুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস চুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস চুল নিয়ে নানা ধরনের স্ট্যাটাস ফেসবুকে দেওয়া থাকে সেখান থেকে আপনারা সবাই নিয়ে নিতে পারেন এই পেইজে মাধ্যমে তুলে স্ট্যাটাস এখানে যে কেউ সার্চ করে চুল সম্পর্কে নানা তথ্য বের করতে পারেন |

চুল জীয়ন্তে জালিয়াঁ-বাগে পুঁতে ফেলে ভারত-মাতায়, 

শ্রদ্ধে দেবে স্বর্ণ-ধেনু, অগ্রাহ্য সে অমানুষ দান, 

ভাটেরা আসুক ছুটে, দলে দলে, ক্ষতি নাই তায়, 

তুমি যে ভিড়েছ সঙ্গে, এই দাগা, এই অপমান। 

না লুকাতে রক্তচিহ্ন, না শুকাতে নয়নের পানি, 

প্রীণ স্বদেশ-ভক্ত! যেচে গিয়া হলে অগ্রদানী! 

চুল নিয়ে উক্তি

চুল নিয়ে উক্তি চুল নিয়ে উক্তি আপনারা এখান চুল নিয়ে উক্তি সম্পর্কে ধারণা নিতে চান বা জানতে চান এগুলা নিতে পারেন এই পেইজে কারনা চুল সম্পর্কে নানা ধরনের তথ্য এই পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আশা করি আপনাদের সকলের উপকারে আসতে পারবে |

 চুল রূপ সিন্ধু-জলে গড়ায়ে পড়িল 

বতসর, কালের ঢেউ, ঢেউর গমনে। 

নিত্যগামী রথচক্র নিরবে ঘুরিল 

আবার আয়ুর পথে। হৃদয়-কাননে, 

কত শত আশা-লতা শুখায়ে মরিল, 

হায় রে, কব তা কারে, কব তা কেমনে! 

কি সাহসে আবার বা রোপিব যতনে 

সে বীজ, যে বীজ ভূতে বিফল হইল! 

বাড়িতে লাগিল বেলা, ডুবিবে সত্বরে 

তিমিরে জীবন-রবি। আসিছে রজনী, 

নাহি যার মুখে কথা বায়ু-রূপ স্বরে, 

নাহি যার কেশ-পাশে তারা-রূপ মণি, 

চির-রূদ্ধ দ্বার যার নাহি মুক্ত করে 

ঊষা, -তপনের দূতি, অরুণ-রমণী! 

Tag:  চুল নিয়ে স্ট্যাটাস, চুল নিয়ে কবিতা, চুল নিয়ে ফেসবুক স্ট্যাটাস, চুল নিয়ে উক্তি

Post a Comment

0Comments

Post a Comment (0)