প্রকৃতি প্রাকৃতিক সবুজ সৌন্দর্য নিয়ে কবিতা উক্তি ফেসবুক স্ট্যাটাস | status poem Quote about nature and natural beauty

Sadia islam
0

প্রকৃতি নিয়ে স্ট্যাটাস, প্রকৃতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস, প্রকৃতির সৌন্দর্য নিয়ে স্ট্যাটাস, প্রকৃতি নিয়ে উক্তি, প্রকৃতি নিয়ে কবিতা, সবুজ প্রকৃতি নিয়ে উক্তি, status poem Quote about nature and natural beauty

প্রকৃতি নিয়ে স্ট্যাটাস, প্রকৃতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস, প্রকৃতির সৌন্দর্য নিয়ে স্ট্যাটাস, প্রকৃতি নিয়ে উক্তি, প্রকৃতি নিয়ে কবিতা, সবুজ প্রকৃতি নিয়ে উক্তি, status poem Quote about nature and natural beauty,
আমাদের এই সাইটে বাংলা ইমেজে আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনারা যে যে প্রকৃতি নিয়ে স্ট্যাটাস প্রকৃতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস প্রকৃতির সৌন্দর্য নিয়ে স্ট্যাটাসপেতে চান তাদের জন্য বাংলা ইমেজ নিয়ে আসলো সকল ধরনের তথ্য সুবিধা এক্ষেত্রে আপনারা যে যা চাচ্ছেন তা এখান থেকে পেয়ে যাবেন |

প্রকৃতি নিয়ে স্ট্যাটাস

প্রকৃতি নিয়ে স্ট্যাটাস প্রকৃতি নিয়ে স্ট্যাটাস প্রকৃতি এখানে আলোচনা করা হলো এপিজে আপনারা প্রাকৃতিক সম্পর্কে নানা ধরনের তথ্য জানতে পারবেন |

কচি লেবুপাতার মতো নরম সবুজ আলোয়

                পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলা;

কাঁচা বাতাবির মতো সবুজ ঘাস- তেমনি সুঘ্রাণ –

                       হরিনেরা দাঁত দিয়ে ছিঁড়ে নিচ্ছে !

আমারো ইচ্ছা করে এই ঘাসের এই ঘ্রাণ হরিৎ মদের মতো 

                       গেলাসে গেলাসে পান করি,

এই ঘাসের শরীর ছানি- চোখে ঘসি,

                       ঘাসের পাখনায় আমার পালক,

ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই কোনো এক নিবিড় ঘাস-মাতার

                      শরীরের সুস্বাদু অন্ধকার থেকে নেমে ।

প্রকৃতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস

প্রকৃতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস প্রকৃতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস সৌন্দর্য কার না ভালো লাগে প্রাকৃতিক প্রাকৃতিক সম্পর্কে ফেসবুকের স্ট্যাটাস নিয়ে এই এই পেজ এ আলোচনা করা হলো আশা করছি আপনারা যা খুঁজছেন তা পেয়ে যাবেন |

হেমন্ত যেখানে থাকে, সেখানে কৌতুক থাকে গাছে

সাড়া থাকে, সচ্ছলতা থাকে।

মানুষের মতো নয়, ভেঙে ভেঙে জোড়ার ক্ষমতা

গাছেদের কাছে নেই

হেমন্ত বার্ধক্য নিতে আসে

খসায় শুকনো ডাল, মড়া পাতা, মর্কুটে বাকল

এইসব।

হেমন্ত দরোজা ভেঙে নিয়ে আসে সবুজ নিশ্বাস…

মানুষের মতো নয় রক্তে পিত্তে সৌভাগ্য সরল

শিশুটির মতো রাঙা ক্রন্দন ছিটিয়ে চারিপাশে

হেমন্ত যেখানে থাকে, সেখানে কৌতুক থাকে গাছে।

প্রকৃতির সৌন্দর্য নিয়ে স্ট্যাটাস

প্রকৃতির সৌন্দর্য নিয়ে স্ট্যাটাস প্রকৃতির সৌন্দর্য নিয়ে স্ট্যাটাস প্রকৃতির  সৌন্দর্যই সুন্দর্য তা বুঝিয়ে বলা যাবে না কেননা প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ের সুন্দর |

হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে

তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে!

তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!

পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;

আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে

বেদনা জাগাতে ভালোবাসে!

হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে

তুমি আর উড়ে-উড়ে কেঁদো নাকো ধানসিড়ি নদীটির পাশে!

প্রকৃতি নিয়ে উক্তি

প্রকৃতি নিয়ে উক্তি প্রকৃতি নিয়ে উক্তি প্রকৃতি নিয়ে উক্তি নানা ধরনের উক্তি দেওয়া আছে যার ফলে আপনারা যা চাইছেন তা নিয়ে নিতে পারেন |

বাম পাঁজরে বৃষ্টি ঝরে ডান পাঁজরে রোদ

ও ফুল তুমি ফুটছো এখন কোন পাহাড়ের ভাঁজে

সে পাহাড় কি এতই সুদূর এতই দূরতম

স্মৃতির রেখাও মেশে না তার ঝরনা পাথর ঢালে !

সোনালি রোদ ঘাই মারছে অপরাহ্ণের মেঘে

ও বনফুল উড়ছো তুমি কোন আকাশের নীলে

কার পকেটে সুঘ্রাণ ছড়াও গন্ধ মাখাও বুকে

কাকে খুঁজছো প্রনয়মুগ্ধ অনির্দিষ্ট পথে ?

গিটার শুনছো ? পদ্য পড়ছো ? কোন সে শিল্পতরু

শিকড় মেললে নীল হৃৎপিণ্ডে দ্রুত

পাঁজর ভাঙার শব্দ পাওনি মহাশুন্যে মৃদু 

শুনতে পাচ্ছো দূর সমুদ্রে স্টিমার ছাড়ার ভেঁপু ?

দীর্ঘ তোমার পরিক্রমা কখন হবে শেষ 

জলগুল্ম দুলবে রঙিন ঢেউয়ে 

সবুজ হাওয়ায় ঝরবে নিশ্বাস পিঠে

বিবসনা অন্ধকারে ফুটবে অসীম

আলোর অবশেষ ।

প্রকৃতি নিয়ে কবিতা

প্রকৃতি নিয়ে কবিতা প্রকৃতি নিয়ে কবিতা প্রকৃতি নিয়ে কবিতা নানা ধরনের কবিতা আছে যেগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এখান থেকে উপকৃত হতে পারেন |

পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে-

জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহবানে

বুনো হাঁস পাখা মেলে- শাঁই শাঁই শব্দ শুনি তার;

এক-দুই-তিন- চার-অজস্র-অপার-

রাত্রির কিনার দিয়ে তাহাদের ক্ষিপ্র ডানা ঝাড়া

এঞ্জিনের মতো শব্দে; ছুটিতেছে-ছুটিতেছে তারা।

তারপর পড়ে থাকে, নক্ষত্রের বিশাল আকাশ,

হাঁসের গায়ের ঘ্রাণ-দু-একটা কল্পনার হাঁস;

মনে পড়ে কবেকার পাড়াগাঁর অরুণিমা স্যানালের মুখ;

উড়ুক উড়ুক তারা পউষের জ্যোৎস্নায় নীরবে উড়ুক

কল্পনার হাঁস সব — পৃথিবীর সব ধ্বনি সব রঙ মুছে গেল পর

উড়ুক উড়ুক তারা হৃদয়ের শব্দহীন জ্যোৎস্নার ভিতর ।

সবুজ প্রকৃতি নিয়ে উক্তি

সবুজ প্রকৃতি নিয়ে উক্তি সবুজ প্রকৃতি নিয়ে উক্তি সবুজ প্রকৃতি কার না ভালো লাগে সবুজ পাতা সবুজ রঙের ফুল এগুলো দেখে চোখ জোড়ায় সবুজ প্রকৃতির যত আলোচনা করা হবে সৌন্দর্যের ততোই কম হবে সবুজ প্রকৃতির সবাই অনেক প্রিয় কেননা তাতে অনেক ধরনের সৌন্দর্য পাওয়া যায় তা বলে বুঝানো যাবে না |

বড় দীর্ঘতম বৃক্ষে ব’সে আছো, দেবতা আমার ।

শিকড়ে, বিহ্বল প্রান্তে, কান পেতে আছি নিশিদিন

সম্ভ্রমের মূল কোথা এ-মাটির নিথর বিস্তারে ;

সেইখানে শুয়ে আছি মনে পড়ে, তার মনে পড়ে ? 

যেখানে শুইয়ে গেলে ধীরে-ধীরে কত দূরে আজ !

স্মারক বাগানখনি গাছ হ’য়ে আমার ভিতরে

শুধু স্বপ্ন দীর্ঘকায়, তার ফুল-পাতা-ফল-শাখা

তোমাদের খোঁড়া-বাসা শূন্য ক’রে পলাতক হলো ।

আপনারে খুঁজি আর খুঁজি তারে সঞ্চারে আমার

পুরানো স্পর্শের মগ্ন কোথা আছো ? বুঝি ভুলে গেলে ।

নীলিমা ঔদাস্যে মনে পড়ে নাকো গোষ্ঠের সংকেত ;

দেবতা সুদূর বৃক্ষে, পাবো প্রেম কান পেতে রেখে ।

Tag: প্রকৃতি নিয়ে স্ট্যাটাস, প্রকৃতি নিয়ে ফেসবুক স্ট্যাটাস, প্রকৃতির সৌন্দর্য নিয়ে স্ট্যাটাস, প্রকৃতি নিয়ে উক্তি, প্রকৃতি নিয়ে কবিতা, সবুজ প্রকৃতি নিয়ে উক্তি, status poem Quote about nature and natural beauty 

Post a Comment

0Comments

Post a Comment (0)