সূরা আল আলাক বাংলা অর্থ সহ | সূরা আলাক তেলাওয়াত | Surah Al-Alaq with Bengali meaning

Habiba Jannat
0

  

সূরা আল আলাক বাংলা উচ্চারণ, সূরা আলাক তেলাওয়াত, সূরা আলাক বাংলা উচ্চারণ, সূরা আল আলাক, আলাক সূরা, সূরা আলাক অর্থসহ, সূরা আলাক বাংলা অনুবাদ।

সূরা আল আলাক বাংলা উচ্চারণ

প্রিয় পাঠকবৃন্দ বাংলা ইমেজ এর পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দ্বীনী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন। আমিরাও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম সূরা আল আলাক বাংলা উচ্চারণ, সূরা আলাক তেলাওয়াত, সূরা আলাক বাংলা উচ্চারণ, সূরা আল আলাক, আলাক সূরা, সূরা আলাক অর্থসহ, সূরা আলাক বাংলা অনুবাদ। আশা করি সম্পূর্ণ পোস্টটি ধৈর্য সহকারে পড়বেন। 

সূরা আল আলাক | সূরা আলাক অর্থসহ | সূরা আলাক বাংলা অনুবাদ  

بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


[1]  اقرَأ بِاسمِ رَبِّكَ الَّذى خَلَقَ

[1] ইক্বরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক্ব্।

[1] পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
 

[2]  خَلَقَ الإِنسٰنَ مِن عَلَقٍ

[2] খলাকাল্ ইন্সা-না মিন্ ‘আলাক্।

[2] সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে।
 

[3]  اقرَأ وَرَبُّكَ الأَكرَمُ

[3] ইক্ব্র অ রব্বুকাল্ আকরমু।

[3] পাঠ করুন, আপনার পালনকর্তা মহা দয়ালু,


[4]  الَّذى عَلَّمَ بِالقَلَمِ

[4]  ল্লাযী ‘আল্লামা বিল্ক্বলামি।

[4] যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,


[5]  عَلَّمَ الإِنسٰنَ ما لَم يَعلَم

[5] ‘আল্লামাল্ ইন্সা-না মা-লাম্ ইয়া’লাম্।

[5] শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না।

[6]  كَلّا إِنَّ الإِنسٰنَ لَيَطغىٰ

[6] কাল্লা য় ইন্নাল্ ইন্সা-না লাইয়াতগ য়।

[6] সত্যি সত্যি মানুষ সীমালংঘন করে,
 

[7]  أَن رَءاهُ استَغنىٰ

[7] র্আরয়াহুস্ তাগ্না-।

[7] এ কারণে যে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে।
 

[8]  إِنَّ إِلىٰ رَبِّكَ الرُّجعىٰ

[8] ইন্না ইলা- রব্বির্কা রুজ‘আ-।

[8] নিশ্চয় আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে।

[9]  أَرَءَيتَ الَّذى يَنهىٰ

[9] আরয়াইতাল্লাযী ইয়ান্হা-।

[9] আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
 

[10]  عَبدًا إِذا صَلّىٰ

[10] ‘আব্দান্ ইযা-ছোয়াল্লা-।

[10] এক বান্দাকে যখন সে নামায পড়ে?


[11]  أَرَءَيتَ إِن كانَ عَلَى الهُدىٰ

[11] আরয়াইতা ইন্ কা-না ‘আলাল্ হুদা য়।

[11] আপনি কি দেখেছেন যদি সে সৎপথে থাকে।
 

[12]  أَو أَمَرَ بِالتَّقوىٰ

[12] আও আমার বিত্তাকওয়া-।

[12] অথবা খোদাভীতি শিক্ষা দেয়।


[13]  أَرَءَيتَ إِن كَذَّبَ وَتَوَلّىٰ

[13] আরয়াইতা ইন্কায্যাবা অতাওয়াল্লা-।

[13] আপনি কি দেখেছেন, যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।
 

[14]  أَلَم يَعلَم بِأَنَّ اللَّهَ يَرىٰ

[14] আলাম্ ইয়া’লাম্ বিআন্নাল্লা-হা ইয়ার-।

[14] সে কি জানে না যে, আল্লাহ দেখেন?


[15]  كَلّا لَئِن لَم يَنتَهِ لَنَسفَعًا بِالنّاصِيَةِ

[15] কাল্লা-লায়িল্লাম্ ইয়ান্তাহি লানাস্ফা‘আম্ বিন্না-ছিয়াতি

[15] কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
 

[16]  ناصِيَةٍ كٰذِبَةٍ خاطِئَةٍ

[16] না-ছিয়াতিন্ কা-যিবাতিন্ খত্বিয়াহ্।

[16] মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ।
 

[17]  فَليَدعُ نادِيَهُ

[17] ফাল্ ইয়াদ্‘উ না-দিয়াহূ।

[17] অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।
 

[18]  سَنَدعُ الزَّبانِيَةَ

[18] সানাদ্‘উয্ যাবা-নিয়াতা।

[18] আমিও আহবান করব জাহান্নামের প্রহরীদেরকে


[19]  كَلّا لا تُطِعهُ وَاسجُد وَاقتَرِب

[19] কাল্লা-; লা তুত্বি’হু অস্জুদ্ ওয়াকতারিব্।

[19] কখনই নয়, আপনি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন।

আলাক সূরা 

সূরা আল আলাক বাংলা উচ্চারণ, সূরা আলাক তেলাওয়াত, সূরা আলাক বাংলা উচ্চারণ, সূরা আল আলাক, আলাক সূরা, সূরা আলাক অর্থসহ, সূরা আলাক বাংলা অনুবাদ।


সূরা আলাক তেলাওয়াত 

সূরা আলাক বাংলা উচ্চারণ দেখে মুখস্ত করার পর সূরাটির তেলাওয়াত শুনে উচ্চারণ শুদ্ধ করুন।




 Tag: সূরা আল আলাক বাংলা উচ্চারণ, সূরা আলাক তেলাওয়াত, সূরা আলাক বাংলা উচ্চারণ, সূরা আল আলাক, আলাক সূরা, সূরা আলাক অর্থসহ, সূরা আলাক বাংলা অনুবাদ।

Post a Comment

0Comments

Post a Comment (0)